মালদা

ইংরেজবাজার পৌরসভায় হয়ে গেল কীটনাশক তৈরির মৌ চুক্তির বৈঠক

ইংরেজবাজার পৌরসভায় দীর্ঘদিনের এম.এস.ডবলু হলিডলি ম্যানেজমেন্টের মৌ স্বাক্ষর চুক্তি নামা নিয়ে একটি বৈঠক করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে এদিনের বৈঠকে টেরাগ্রিন টেকনোলজিস নামে একটি সংস্থার সাথে যৌথ ভাবে মৌ চুক্তি স্বাক্ষর করল পৌরসভা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার বাবলা সরকার সহ পৌরসভার আধিকারিকরা এবং টেরাগ্রিন টেকনোলজিস সংস্থার ডিরেক্টর তপতন্যায়পণ পাল। 

এবিষয়ে টেরাগ্রিন টেকনোলজিস সংস্থার ডিরেক্টর তপতন্যায়পণ পাল জানান, তারা মেশিন নিয়ে আসার পরে কীটনাশক তৈরির কাজ শুরু করবেন। 

এবিষয়ে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানান, এদিন জেলা প্রশাসনের নির্দেশে টেরাগ্রিন টেকনোলজিস সংস্থার সাথে যৌথ ভাবে তারা একটি মৌ চুক্তি স্বাক্ষর করেন। পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের তত্ত্বাবধানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে খাসিমারিতে জায়গা কেনা হয়েছে। খাসিমারিতে যে গার্বেজ তৈরি করা হবে তা আগামী দেড় মাস পরে নোংরা ফেলা হবে বলে জানা যায়। এই সংস্থার কাজ ওই নোংরা দিয়ে কীটনাশক তৈরি করে ব্যবহার করা হবে। 

এই মৌ স্বাক্ষর নিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, দেড় মাসের মধ্যে এই মেশিনটি এলে তারা কাজ সম্পূর্ণ করে কীটনাশক তৈরি করবে।